সূচকের সাথে টাকার লেনদেনও কমেছে
দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের সিকিউরিটিজের দর বেড়েছে। বেশিরভাগ সিকিউরিটিজের দর বাড়লেও এদিন সূচকের পতন হয়েছে। একই সাথে টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসইতে ৩৬ কার্যদিবস পর লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমেছে। ডিএসইতে পতন হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে।
জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৭১ পয়েন্ট বা ০.১২ শতাংশ কমে ছয় হাজার ৯১৭.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৫৪ পয়েন্ট বা ০.২৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.২৪ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯৫.২২ পয়েন্টে এবং দুই হাজার ৫৩৬.৩৬ পয়েন্টে।
ডিএসইতে আজ ৯০৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৩২ কোটি ১১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১৪০ কোটি ৯৩ লাখ টাকার। ডিএসইতে আজকের লেনদেন এক মাস ১৯ দিন বা ৩৬ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম।
ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টির বা ৪৬.০১ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫৪টির বা ৪০.৯৬ শতাংশের এবং ৪৯টির বা ১৩.০৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭.১৩ পয়েন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৩৭.৬০ পয়েন্টে। আজ সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৩৯টির আর দর অপরিবর্তিত রয়েছে ৩২টির। সিএসইতে আজ ২৪ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/২২ ফেব্রুয়ারি, ২০২২)