২২ ফেব্রুয়ারি : ডিএসইর টপটেন লুজার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক: মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৪টির বা ৪০.৯৬ শতাংশ শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৪.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৬.৩৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলার ৬.১৯ শতাংশ, শমরিতা হসপিটালের ৫.৪৪ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.০৮ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫.০৬ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৪.৬৬ শতাংশ, স্টাইলক্রাফটের ৪.৬০ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.৫৪ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৪.৪৭ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালের শেয়ার দর ৩.৯৯ শতাংশ কমেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/২২ ফেব্রুয়ারি, ২০২২)