দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর নীলক্ষেতে বইয়ের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

ফায়ার সার্ভিস বলছে, দোকানগুলো ঘিঞ্জি। এই মার্কেটে অগ্নিনির্বাপণ যন্ত্র অপ্রতুল। এ কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নীলক্ষেত-নিউমার্কেট মোড়ে শাহজালাল মার্কেটের চৌধুরী বুকস দোকানে প্রথম আগুন লাগে। এরপর তা শাহজালাল মার্কেটের প্রায় পুরোটাতেই ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। এরপর লালবাগ, পলাশী, আজিমপুর ও মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

আগুন লাগার পর নিউমার্কেটমুখী সব রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। আশেপাশের দোকানপাট বন্ধ করে দোকানিরা রাস্তায় নেমে আসেন। উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ ফেব্রুয়ারি, ২০২২)