দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানের ষোষণার পর বিশ্ব বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২০১৪ সালের পর প্রথমবারের মতো ১০০ ডলার ছাড়িয়েছে।

হামলার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও এশিয়ার শেয়ারবাজারে ২ থেকে ৩ শতাংশ পতন হয়েছে।

বিবিসির এশিয়ার বিজনেস করেসপন্ডেন্ট ম্যারিকো ওই বলছেন, এখন যেখানে নিরাপদ মনে করছেন, সেখানে যাচ্ছেন বিনিয়োগকারীরা। গত এক বছরের মধ্যে সোনার দাম এখন সর্বোচ্চ। এ ছাড়া মার্কিন ডলার ও জাপানি ইয়েনের দামও বাড়ছে।

ইউক্রেন ইস্যুতে গেল কয়েকদিন ধরেই আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন সরগরম থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে নতুন মাত্রায় উত্তেজনা ছড়াচ্ছে। আজ সকাল ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষনা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর সঙ্গে সঙ্গেই ইউক্রেনের রাজধানী ও আরও বিভিন্ন অঞ্চল থেকে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের খবর পাওয়া যায় রাশিয়া থেকেও।

এদিকে পুতিনের হামলার ঘোষণা আসার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের নিরাপত্তা পরিষদ এবং প্রতিরক্ষা কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন সামরিক শাসন জারির ঘোষণা দেওয়ার জন্য। এ নিয়ে জরুরি সভায় বসবে কাউন্সিল।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ ফেব্রুয়ারি, ২০২২)