ফের পেছাল জায়েদ-নিপুণের রুলের শুনানি
দ্য রিপোর্ট প্রতিবেদক: ফের পেছাল চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের ভাগ্য নির্ধারণ। সাধারণ সম্পাদক পদে কে বসবেন? তার শুনানি হবে আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দুইটায়।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নতুন এ তারিখ ধার্য করেছেন আদালত।
জায়েদ খান ও নিপুণ আক্তারের লড়াইয়ে সরগরম এফডিসি, আদালত প্রাঙ্গণ। এ বিষয়ে হাইকোর্টের রুল শুনানি মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বুধবার তারিখ দেওয়া হয়। বুধবার (২৩ ফেব্রুয়ারি) মুলতবি করা হয় শুনানি। নতুন তারিখ দেওয়া হয় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)।
বৃহস্পতিবার কার্যতালিকায় থাকলেও রিটের শুনানি হয়নি। নতুন করে সোমবার (২৮ ফেব্রুয়ারি) তারিখ নির্ধারণ করেছেন আদালত। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। পরে জায়েদের প্রার্থিতা বাতিল চেয়ে শিল্পী সমিতির আপিল বোর্ডে আবেদন করেন নিপুণ। আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে করণীয় জানতে আবেদন করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
আবেদনের পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে আপিল বোর্ডকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ৫ ফেব্রুয়ারি অর্থের বিনিময়ে ভোট কেনার দায়ে বিজয়ী প্রার্থী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। একই সঙ্গে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা দেন।
আপিল বোর্ডের চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। ৭ ফেব্রুয়ারি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নিপুণ। ৯ ফেব্রুয়ারি শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত।
(দ্য রিপোর্ট/আরজেড/২৪ ফেব্রুয়ারি, ২০২২)