দ্য রিপোর্ট ডেস্ক: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে শুরু হওয়া বিশেষ সামরিক অভিযানে রাশিয়ার অন্তত ৪৫০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। যদিও এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, প্রথম দিনে ইউক্রেনে হামলা করে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে রুশ বাহিনী। এই ব্যর্থতার কারণ পুতিনের অহংকারী চিন্তা-ভাবনা।

তিনি বলেন, ইউক্রেনের সেনাদের হামলায় রাশিয়ার অন্তত ৪৫০ সেনা সদস্য নিহত হয়েছে। কিয়েভের একেবারে কাছের বিমানবন্দর দখল করতেও ব্যর্থ হয়েছে রাশিয়ান সৈন‌্যরা।

এদিকে ইউক্রেনে দ্বিতীয় দিনের মতো হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এরই মধ্যে কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে বলেছে, শত্রুরা পার্লামেন্ট থেকে মাত্র নয় কিলোমিটার দূরে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ ফেব্রুয়ারি, ২০২২)