ব্রাজিলের টিম বাসে বিস্ফোরণ, রক্তাক্ত ৩ ফুটবলার
দ্য রিপোর্ট ডেস্ক: ম্যাচ খেলতে যাওয়ার সময় বড় দুর্ঘটনার কবলে পড়েছে ব্রাজিলের ফুটবল ক্লাব বাহিয়া। টিম বাসে ভয়াবহ বোমা বিস্ফোরণে আহত হয়েছেন তিনজন ফুটবলার।
বৃহস্পতিবার রাতে ঘটেছে এমন দুর্ঘটনা। বাহিয়া ক্লাব তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছে। যাতে দেখা যাচ্ছে, বোমার আঘাতে টিম বাসের পেছনের জানালার কাঁচ ভেঙে গেছে। রক্তে ভরে গেছে বাসের বেশ কয়েকটা সিট।
ক্লাবটি জানায়, বৃহস্পতিবার সাম্পাইও কোররেয়ার বিপক্ষে আঞ্চলিক কাপের ম্যাচ খেলতে সালভাদরে তাদের হোম ভেন্যুতে পৌঁছালে বাসের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়।
এতে তাদের গোলরক্ষক দানিলো ফের্নান্দেস মুখে গুরুতর আঘাত পান। তাকে নিতে হয়েছে হাসপাতালে। আরও আহত হন লেফট-ব্যাক মাথেউস বাহিয়া ও ফরোয়ার্ড মার্সেলো সিরিনো।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়িতে বানানো বিস্ফোরকে এমন দুর্ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই বোমা বাসে রেখেছে, সেটি এখনও জানা যায়নি।
(দ্য রিপোর্ট/আরজেড/২৬ ফেব্রুয়ারি, ২০২২)