ধর্ষক ও হামলাকারীদের বিচার দাবিতে উত্তাল বশেমুরবিপ্রবি
দ্য রিপোর্ট প্রতিবেদক: ধর্ষক ও হামলাকারীদের বিচারে দাবিতে তৃতীয় দিনের মতো উত্তাল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ শনিবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। এই সময় শিক্ষার্থীরা বলেন, ধর্ষণকারীদের শাস্তি ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শনাক্ত করে বিচার না করা পর্যন্ত আন্দোলন চলবে।
এরপর বেলা ১১টায় শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মতো জঘন্যতম ঘটনার প্রতিবাদ, দোষীদের দ্রুত গ্রেপ্তার, শিক্ষক-শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থী ধর্ষণের মতো জঘন্যতম ঘটনার প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। সেই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বেলা সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন মঞ্চে শিক্ষক ও শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে 'অন্ধ প্রশাসনের' দায়িত্বে অবহেলার বিরুদ্ধে মৌন প্রতিবাদ জানান।
উল্লেখ্য, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। বিচারের দাবিতে গতকাল ভোর ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার চাওয়ার জেরে আন্দোলরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগ ও স্থানীয়রা দুই দফা হামলা চালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর।
(দ্য রিপোর্ট/আরজেড/২৬ ফেব্রুয়ারি, ২০২২)