দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযানের ঘোষণার পর টানা তিন দিন ইউক্রেনে ব্যাপক সংঘর্ষ চলেছে। এতে অনেক মানুষ নিহত ও আহত হয়েছেন। এমন অবস্থায় ইউক্রেন সেনাবাহিনী রুশ সেনাদের কাছে আত্মসমর্পণের যে গুজব উঠেছে তা প্রত্যাখ্যান করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলেনস্কি তার কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে এক ভিডিও বার্তায় জনগণের উদ্দেশে বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর আত্মসমর্পণের খবর ভুয়া। এটি বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।

মূলত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সেনাবাহিনীকে দেশটির ক্ষমতা দখলের আহ্বান জানানোর পর থেকেই এমন খবর ছড়িয়েছে।

জেলেনস্কি বলেন, অনলাইনে অনেক গুজব ছড়িয়ে পড়েছে, আমি নাকি আমাদের সেনাবাহিনীকে অস্ত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছি। আমি এখানে আছি। আমরা আমাদের অস্ত্র সমর্পণ করব না। আমাদের দেশকে আমরা রক্ষা করব।

এর আগে ইউক্রেন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারির এক বিবৃতির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা টাসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের শর্তে রাজি জেলেনস্কি। বৈঠকের স্থান ও সময় নিয়ে আলোচনা চলছে। যত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে, তত দ্রুত স্বাভাবিক জীবন শুরু করা যাবে। সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ ফেব্রুয়ারি, ২০২২)