দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বাংলাদেশে টিকার কোনো ঘাটতি নেই। তাই প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকা কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গণটিকা কার্যক্রম পরিদর্শনের সময় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের একটি কেন্দ্রে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, এ পর্যন্ত ১১ কোটি প্রথম ডোজ, ৮ কোটি দ্বিতীয় ডোজ এবং ৩৫ লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

আজকে এক কোটি ডোজ টিকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আজ পর্যন্ত ১৯ কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুয়ায়ী আমাদের দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। এখনো আমাদের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টিকা আছে। প্রয়োজনে আমরা অন্য দেশকে টিকা দিয়ে সহায়তা করতেও পারব।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ ফেব্রুয়ারি, ২০২২)