প্রধানমন্ত্রী পদত্যাগ করলে হরতাল প্রত্যাহার : রিজভী
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির যুগ্মসহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করে সংলাপের জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলে আলোচনায় অংশ নিতে হরতাল প্রত্যাহার করবে বিএনপি।
নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে মঙ্গলবার তৃতীয় দিনের হরতালের শুরুতে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, চলমান রাজনীতির সংকট মোকাবিলায় বিরোধী দলের দায় থাকলেও সরকারকেই বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, সংলাপের ব্যাপারে সরকার আন্তরিক না হয়ে টালবাহানা করে নিজেদের অধীনে নীলনকশার নির্বাচন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিরোধী দল দমনে সরকার বরাবরের মতোই নিপীড়ন-নির্যাতন অব্যাহত রেখেছে।
(দিরিপোর্ট২৪/এস/এএস/জেএম/নভেম্বর ১২, ২০১৩)