বড় পতনে চলছে লেনদেন
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের শেয়ারবাজার রোববার (২৭ ফেব্রুয়ারি) পতনের মধ্য লেনদেন শুরু হয়েছে। বেলা ১২ টায় প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৫৪ পয়েন্ট পতন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে ৩৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৬৪টি কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। দর বেড়েছে মাত্র ৯টি কোম্পানির শেয়ারের। অপরিবর্তিত ৫ টি কোম্পানির শেয়ার দর।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪১০ পয়েন্ট পতন হয়েছে। আলোচ্য সময়ে সিএসইতে ২৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২২১টির শেয়ার দরে পতন হয়েছে।
এ প্রতিবেদন লেখার সময় বেলা ১২টায় শেয়ারবাজারে সূচক পতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল।
(দ্য রিপোর্ট/আরজেড/২৭ ফেব্রুয়ারি, ২০২২)