পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ পুতিনের
দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়ান সেনাবাহিনীকে নিয়ে ন্যাটো দেশগুলোর ‘আক্রমণাত্মক বিবৃতির’ প্রতিক্রিয়ায় ভ্লাদিমির পুতিন দেশটির পরমাণু বাহিনীকে ‘উচ্চ সতর্কতায়’ থাকতে নির্দেশ দিয়েছেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পুতিন তার সামরিক বাহিনীর প্রধানদের দেশের পারমাণবিক ‘প্রতিরোধ বাহিনী’কে উচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন। এ সময় তিনি তার দেশের বিরুদ্ধে পশ্চিমাদের ‘বন্ধুত্বহীন’ পদক্ষেপ নেওয়ার অভিযোগ আনেন।
এদিকে, রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ করেছে ইউক্রেন। মস্কোর আগ্রাসন বন্ধের আদেশ দিতে বিচারকদের প্যানেলকে অনুরোধও করেছে দেশটি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/২৮ ফেব্রুয়ারি, ২০২২)