বশেমুরবিপ্রবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
দ্য রিপোর্ট প্রতিবেদক: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী বৃহস্পতিবার (৩ মার্চ) পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
জানা গেছে, রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ কিউ এম মাহবুবের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সময় এ সভায় ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/২৮ ফেব্রুয়ারি, ২০২২)