হামলার তীব্রতা কমিয়েছে রুশ বাহিনী : ইউক্রেন
দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান পঞ্চম দিনে গড়িয়েছে। সোমবার ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রুশ বাহিনী তাদের হামলার গতি কমিয়েছে।
ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, রুশ দখলদাররা হামলার গতি কমিয়েছে, তবে কিছু এলাকায় এখনও সফলতা পাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।
গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এতে হতবাক হয়ে পড়ে সারা বিশ্ব।
অন্যদিকে পশ্চিমা দেশগুলোর অস্ত্র সহযোগিতায় ইউক্রেনীয় বাহিনী প্রবল প্রতিরোধ গড়ে তোলে।
ইউক্রেনীয় বাহিনী অভিযোগ তুলেছে, উত্তর-পশ্চিম ও উত্তরাঞ্চলীয় ঝাইতোমির এবং চেরনিগিভ শহরে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেনীয় বাহিনী বলেছে, ‘একই সময়ে রুশ আগ্রাসনকারীদের সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। শত্রুদের মনোবল ভেঙেছে এবং মারাত্মক ক্ষতির শিকার হয়েছে।’
(দ্য রিপোর্ট/আরজেড/২৮ ফেব্রুয়ারি, ২০২২)