৫ দিনের সংঘর্ষে রাশিয়ার ৫৩০০ সেনা নিহত: ইউক্রেন
দ্য রিপোর্ট ডেস্ক: সামরিক অভিযান শুরুর পর রাশিয়া ৫ হাজার ৩০০ সেনা হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ারের বরাত দিয়ে মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে গত ২৪ ফেব্রুয়ারি রুশ অভিযান শুরুর দিন থেকে ২৮ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত রাশিয়ার ক্ষতির আনুমানিক হিসাব দেয়া হয়।
এতে বলা হয়, এ সময়ে রাশিয়ার ২৯টি বিমান, ২৯টি হেলিকপ্টার, ১৯১টি ট্যাংক, ৮১৬টি সাঁজোয়া যান, ৭৪টি বন্দুক, একটি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ২১টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ২৯১টি যানবাহন, ৬০টি জলকামান, ৩টি ড্রোন ও ২টি জাহাজ/মোটরচালিত নৌকা ধ্বংস করেছে ইউক্রেন।
পোস্টে উল্লেখ করা হয়, রাশিয়ার প্রায় ৫ হাজার ৩০০ সেনা নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উপপ্রতিরক্ষামন্ত্রী হানি মালিয়ারকে উদ্ধৃত করে ফেসবুক পোস্টে বলা হয়, তথ্যগুলো আনুমানিক। যুদ্ধের পর ডেটা সংগ্রহ অত্যন্ত দুরূহ কাজ। কারণ কমান্ডারদের প্রধান নজর থাকে যুদ্ধে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৮ ফেব্রুয়ারি, ২০২২)