দ্য রিপোর্ট প্রতিবেদক: ২০০০ সালে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল হককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তারা এই তথ্য জানান। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।

সিটিটিসি কর্মকর্তারা বলছেন, চাঞ্চল্যকর ওই মামলার রায়ে আদালত আজিজুল হককে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। তবে ঘটনার পর থেকেই পলাতক ছিল আসামি।

মৃত্যুদণ্ডের পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে থাকা এই আসামি কখনও নিজেকে রানা, কখনও শাহনেওয়াজ, আবার রুমন নামেও পরিচয় দিত।

আজিজুল হক নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজির নেতা মুফতি হান্নানের ঘনিষ্ট সহযোগী বলেও জানিয়েছেন সিটিটিসি কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ মার্চ, ২০২২)