মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন সিদ্দিক (৬০), হেলাল (৫০), নাদের আলী (৫০), নুর নবী (৫১) ও ইউসুফ (৪৯)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রামপুরা থেকে দগ্ধ হয়ে আমাদের এখানে ৫ জন এসেছেন। তাদের মধ্যে সিদ্দিকের শরীরের ৫২ শতাংশ, হেলালের শরীরের ৮৫ শতাংশ, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, নূরনবীর শরীরের ৪২ শতাংশ ও ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা রাসেল বলেন, মালিবাগ চৌধুরীপাড়ায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমাদের মালিকসহ ৫ জন আহত হয়েছেন। সবার চিকিৎসা চলছে।
(দ্য রিপোর্ট/আরজেড/০৩ মার্চ, ২০২২)