৯১৬৬ রুশ সেনা নিহত : ইউক্রেন
দ্য রিপোর্ট ডেস্ক: সামরিক অভিযান শুরুর পর ৯ হাজার ১৬৬ জনের মতো রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। বাংলাদেশ সময় শুক্রবার দুপুরে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরা হয়।
এতে বলা হয়, গত ৯ দিনে রাশিয়ার ২৫১টি ট্যাংক ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৯ দিনে রাশিয়ার ৯৩৯টি সাঁজোয়া যান, ১০৫টি আর্টিলারি সিস্টেম, ৫০টি এমএলআরএস, ১৮টি বিমানবিধ্বংসী ওয়ারফেয়ার সিস্টেম, ৩৩টি বিমান, ৩৭টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
এর বাইরে রাশিয়ার ৪০৪টি যানবাহন/মোটরযান, দুটি লাইট স্পিডবোট, ৬০টি জ্বালানি ট্যাংক, তিনটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্টে উল্লেখ করা হয়, রাশিয়ার ক্ষয়ক্ষতির ডেটা আপডেট করা হচ্ছে। যুদ্ধের তীব্রতার কারণে হিসাব নিরূপণ বেশ জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনে ৯ দিন ধরে সামরিক অভিযানে আছেন রুশ সেনারা। অভিযানের অষ্টম দিন ইউক্রেনের খেরসন শহর দখলে নেয় রাশিয়ার বাহিনী।
নবম দিনে ইউক্রেনের জাপোরিজিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি করে কিয়েভ।
(দ্য রিপোর্ট/আরজেড/০৪ মার্চ, ২০২২)