দ্য রিপোর্ট প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের নামে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার ৬ নম্বর সড়কের নামকরণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এরই মধ্যে ফকির আলমগীর সড়কের ফলকটি বসানো হয়েছে। এখন থেকে এই সড়কটি কিংবদন্তি এ শিল্পীর নামেই পরিচিত হবে।

এ বিষয়ে ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব সংবাদমাধ্যমকে বলেন, এটা সত্যি দারুণ উদ্যোগ, আমার বাবাকে সম্মান জানানোর। আমি, আমার পরিবার ও পরিজন এই সম্মানে আপ্লুত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মহোদয় আতিকুল ইসলাম সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ।

২০২১ সালের ২৬ সেপ্টেম্বর গুলশান নগর ভবনে ২য় পরিষদের ৮ম করপোরেশন সভায় সবার সম্মতিতে এই সড়কের অনুমোদন দেয়া হয়। অবশেষে সেটা বাস্তবায়ন সম্পন্ন করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ মার্চ, ২০২২)