দ্য রিপোর্ট প্রতিবেদক: নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম ও আসন্ন রমজান উপলক্ষে রোববার (৬ মার্চ) থেকে রাজধানীতে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বিষয়টি নিশ্চিত করছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।

তিনি বলেন, আসন্ন রমজান উপলক্ষে রাজধানীতে রোববার (৬ মার্চ) থেকে টিসিবির ট্রাকে করে পণ‍্য বিক্রি শুরু হবে। আর দেশের সব জেলা, উপজেলা ও মহানগরে ১৫ মার্চ থেকে রমজানের পণ‍্য বিক্রি করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ মার্চ, ২০২২)