দ্য রিপোর্ট প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সয়াবিন তেল মজুত রেখে সংকট তৈরির চেষ্টা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে এক দোকান মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ মার্চ) বিকেলে উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের মেসার্স জে এম টি এন্টারপ্রাইজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান বলেন, গতকাল বুধবার ইলিয়টগঞ্জ বাজারে জসীম উদ্দিনের পরিচালনাধীন মেসার্স জে এম টি এন্টারপ্রাইজকে সয়াবিন তেল মজুত রাখা, বেশি দামে বিক্রি, সরকারি রাজস্ব ফাঁকি এবং কোম্পানির ডিলিং লাইসেন্স না থাকায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ মার্চ, ২০২২)