দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের পাঁচটি রাজ্য-উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরখণ্ড, গোয়া এবং মনিপুরে বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে। এ পর্যন্ত ভোট গণনায় উত্তর প্রদেশে বিজেপি এবং পাঞ্জাবে আম আদমি পার্টির (এএপি) স্পষ্ট জয়ের ব্যপারে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়া মনিপুর, গোয়া ও উত্তরাখণ্ডেও কংগ্রেসের চেয়ে এগিয়ে বিজেপি।

উত্তর প্রদেশে ৪০৩টি আসনের মধ্যে আড়াই শতাধিক আসনে এগিয়ে বিজেপি। দ্বিতীয় অবস্থানে থাকা সমাজবাদী পার্টি এগিয়ে আছে ১১৩ আসনে।

পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়ালের এএপি ১১৭ আসনের বিধানসভায় প্রায় ৯০টি আসনে এগিয়ে আছে। ক্ষমতাসীন কংগ্রেস মাত্র ১৩টি আসন নিয়ে পিছিয়ে রয়েছে।

উত্তরাখণ্ডে বিজেপি ৪৩ আসন নিয়ে এগিয়ে আছে। কংগ্রেস পেরিয়েছে মাত্র ২০টি।

কংগ্রেস মনিপুর এবং গোয়া-উভয় রাজ্যেই পিছিয়ে রয়েছে। সেখানে ২০১৭ সালে একক বৃহত্তম দল ছিল কংগ্রেস।

গোয়ায় বিজেপি ১৯টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস ১২টি নিয়ে পিছিয়ে রয়েছে।

মনিপুরে ২৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস ও এনপিপি ৯টি করে আসন নিয়ে পিছিয়ে রয়েছে।

সূত্র : আনন্দবাজার, এনডিটিভি

(দ্য রিপোর্ট/আরজেড/১০ মার্চ, ২০২২)