দ্য রিপোর্ট প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত প্রাণ গ্লুকোজ ডি- ডিআরইউ স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ আগামিকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হতে যাচ্ছে।

ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠেয় ৫দিনব্যাপী এ আয়োজনে এ যাবতকালে সর্বোচ্চ সংখ্যক ৯৬ জন সদস্য অংশগ্রহণ করবে। আজ ১০ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টায় ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিআরইউ ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ কনফেকশনারির ব্রান্ড ম্যানেজার শামীম সরকার ও হেড অফ মার্কেটিং সাখাওয়াত আহমেদ সাকি উপস্থিত ছিলেন। এসময় তারা ভবিষ্যতেও ডিআরইউর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান, এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকলকে খেলার নিয়মাবলী মেনে চলার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক এস এম এ কালাম, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান মো: আল-আমিন, এসকে রেজা পারভেজ, ও মো: তানভীর আহমেদ উপস্থিত ছিলেন ।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ মার্চ, ২০২২)