দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল জানা গেছে। ক্ষমতাসীন দল বিজেপি চারটি রাজ্যে এগিয়ে গেছে। কংগ্রেস সবকটিতেই ধরাশায়ী। তবে পঞ্জাবে ইতিহাস গড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ উত্তর প্রদেশের ৪০৩টি, পঞ্জাবের ১১৭টি, উত্তরাখণ্ডের ৭০টি, গোয়ায় ৪০টি এবং মণিপুরের ৬০টি আসনের সবগুলোর ফলাফল প্রকাশ হয়।

এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে ক্ষমতায় ফিরছে বিজেপি। আগের বারের চেয়ে আরো ১০টি আসন বাড়িয়ে এককভাবে সরকার গঠন করতে চলেছে তারা। ৬০টি আসনের মধ্যে ৩২টিতে জয় পেয়েছে দলটি।

উত্তর প্রদেশের ৪০৩টি আসনের মধ্যে বিজেপির দখলে ২৬৯টি। উত্তরাখণ্ডেও জয়জয়কার বিজেপির। ৪৭টি আসনের দখল নিয়েছে দলটি। তবে গোয়ায় ৪০ আসনের মধ্যে মাঝামাঝিতে অবস্থান করছে বিজেপি। ২০টি আসন পেয়েছে দলটি। কংগ্রেস পেল ১২টি।

দিল্লির পর এবার ইতিহাস গড়ে পাঞ্জাবে ক্ষমতা দখল নিশ্চিত করে ফেলেছে আদমি পার্টি। কংগ্রেসের কয়েক দশকের ইতিহাস পাল্টে ৯২টি আসনে জিতেছে দলটি, যেখানে কংগ্রেস পেয়েছে ১৮টি। শুধু পঞ্জাবে সরকার গঠন নিশ্চিত করাই নয়, গোয়াতেও নিজেদের অস্তিত্বের জানান দিলেন কেজরিওয়াল। গোয়ায় আম আদমি পার্টি তিনটি আসনে জিতেছে। ভোট পেয়েছে ৬.৮ শতাংশ।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ মার্চ, ২০২২)