ভুলে মিসাইল ছোঁড়ার কথা স্বীকার ভারতের
দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের দিকে ভুলক্রমে মিসাইল ছোঁড়ার কথা স্বীকার করেছে প্রতিবেশি দেশ ভারত। শুক্রবার (১১ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এ সপ্তাহে রুটিন মেইন্টেনেন্সের সময় যান্ত্রিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটে।
এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৯ মার্চ রুটিন মেইন্টেনেন্সের সময় যান্ত্রিক গোলযোগের কারণে ভুলক্রমে ছোঁড়া একটি মিসাইল পাকিস্তানের সীমানার মধ্যে গিয়ে পড়ে।
এ ঘটনায় কারও প্রাণহানি হয়নি বলে স্বস্তি প্রকাশ করে তারা। সেইসাথে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশও দেয়া হয়েছে।
আগেরদিন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে ভারতের হাই কমিশনারকে তলব করেছিলো পাকিস্তান।
তাদের অভিযোগ ছিল, একটি দ্রুত গতি সম্পন্ন উড়ন্ত বস্তু ভারতের সিরসা শহর থেকে এসে পাকিস্তানের মিয়া চান্নু শহরের কাছ দিয়ে উড়ে গেছে।
এ ধরনের অসতর্কতা এড়াতে পদক্ষেপ নিতে ভারতকের হুঁশিয়ার করে দেয় তারা।
পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশি দেশের মধ্যে অসতর্কতাবশত দুর্ঘটনা ঘটে যেতে পারে সতর্ক করে দিয়ে আসছেন সামরিক বিশেষজ্ঞরা। ১৯৪৭ সালের পর দুই দেশের মধ্যে চারটি বড় যুদ্ধের পাশাপাশি অসংখ্য ছোটখাটো সংঘর্ষ হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১২ মার্চ, ২০২২)