হবিগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪
দ্য রিপোর্ট প্রতিবেদক: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে দুটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জন।
শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উলুকান্দি নামক স্থানের ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব এতথ্য নিশ্চিত করেছেন।
অজয় চন্দ্র দেব জানান, ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ও সিলেট থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা অপর একটি বাস দুর্ঘটনাকবলিত বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো দুই জন। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় ৪০মিনিট সড়ক অবরোধ করে রাখে। পরে ওসি অজয় চন্দ্র দেব ও উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রজব আলীসহ সংশ্লিষ্টদের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা।
(দ্য রিপোর্ট/আরজেড/১২ মার্চ, ২০২২)