দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম অংশে অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ বুধবার (১৬ মার্চ) মহাসড়কের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়েছে।

এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) ভোর থেকে দিনভর যানজট থাকলেও সন্ধ্যার পর থেকে মহাসড়ক কিছুটা স্বাভাবিক হয়। পরে বুধবার ভোর থেকে ফের বঙ্গবন্ধু সেতু পশ্চিমে যানবাহনে ধীরগতি ও যানজটের সৃষ্টি হয়।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, মহাসড়কে চার লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় এক লেনে ঢাকা-উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করাতে হচ্ছে। এতে উভয় লেনের যানবাহনের ধীরগতির সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ মার্চ, ২০২২)