রেডিও টুডের কর্মীদের বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি
দ্য রিপোর্ট প্রতিবেদক: বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর বনানীতে প্রধান কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের প্রথম বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডে ৮৯.৬ এফএমের কর্মীরা।
তাদের দাবি, গত ৫ বছর ধরে প্রতিষ্ঠানটিতে বেতন-ভাতা অনিয়মিত। বর্তমানে কর্মীদের ছয় মাসের বেতন বকেয়া রয়েছে। বিনা নোটিশে কর্মীদের চাকরিচ্যুত করা হয়েছে, যা অমানবিক। এ কারণে বকেয়া বেতন-ভাতার দাবিতে রেডিও টুডের কর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল ৩ টা থেকে প্রধান কার্যালয়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচি পালনকালে আন্দোলনকারীরা বলেন, বিগত ৫ বছর ধরে কর্তৃপক্ষ বেতন-ভাতা দেওয়ার বিষয়ে খুবই অনিয়মিত। বর্তমানে কর্মীদের ছয় মাসের বেতন বকেয়া পড়েছে। অর্থকষ্টে মানবেতর জীবন-যাপন করছেন কর্মীরা। এছাড়া বিভিন্ন সময় বিনা নোটিশে কর্মীদের চাকরিচ্যুত করা হয়েছে। আবার অনেককে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। কর্তৃপক্ষের কাছে পাওনা টাকা চাইলে বলা হয়- ব্যবসা ভালো না, টাকা নেই, পকেট থেকে দিতে পারবো না। ইচ্ছে হলে থাকেন, না হয় চলে যান। এমতাবস্থায়, বার বার বকেয়া পাওনা চেয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই বাধ্য হয়েই অবস্থান কর্মসূচি পালন করতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আমাদের পাওনা পরিশোধ করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
অবস্থান কর্মসূচিতে রেডিও টুডের বার্তা বিভাগের বিশেষ প্রতিনিধি ও ক্ষতিপূরণ আদায়ে গঠিত সংগ্রাম কমিটির আহ্বায়ক মোসকায়েত মাশরেক, বার্তা সম্পাদক ও ইনচার্জ নিউজরুম অপারেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্স শাহেদুর রহমান, হেড অব প্রডাকশান ডিউক থিওটোনিয়াস মুরমু, সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার এমডি আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/আরজেড/১৬ মার্চ, ২০২২)