জিদান-গার্দিওয়ালার রেকর্ড ভাঙলেন টুখেল
দ্য রিপোর্ট ডেস্ক: মালিকানা ইস্যুতে কঠিন সময় পার করছে চেলসি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সখ্যতা থাকায় চেলসির মালিক রোমান আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এমন পরিস্থিতিতে চেলসি বিক্রির দ্বারপ্রান্তে এই রুশ ধনকুবের। তবে মাঠের পারফরম্যান্সে এসবের আঁচ লাগতে দেয়নি চেলসি।
এর মধ্যেই দারুণ এক কীর্তি গড়েছেন এমন কঠিন সময়ে চাপ সামলে চলা কোচ থমাস টুখেল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দায়িত্ব সামলানো কোচদের মধ্যে প্রথম ৫০ ম্যাচে এখন সর্বোচ্চ জয়ের রেকর্ডের মালিক তিনি।
গতকাল বুধবার (১৬ মার্চ) চ্যাম্পিয়ন্স লিগে ষোলোর দ্বিতীয় লেগে লিঁলেকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি। ডাগ আউটে থেকে ৫০ ম্যাচে ৩২ জয়ের মুখ দেখেছেন টুখেল।
এতে করে রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদানের রেকর্ড ভেঙেছেন এই জার্মান কোচ। প্রথম ৫০ ম্যাচে ৩১ বার জয়ের দেখা পেয়েছিলেন জিদান।
এ তালিকায় জিদানের পরে রয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা। প্রথম ৫০ ম্যাচে ৩০ বার জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি।
(দ্য রিপোর্ট/আরজেড/১৭ মার্চ, ২০২২)