বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা পঞ্চম বছরের মতো প্রথমে অবস্থান করছে ফিনল্যান্ড।

জাতিসংঘের বার্ষিক সূচকের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

বৈশ্বিক সুখী দেশের তালিকায় বাংলাদেশ ৯৯তম অবস্থানে রয়েছে। ১০ স্কেলে বাংলাদেশের স্কোর এসেছে ৫ দশমিক ০২৫। তালিকায় প্রতিবেশি দেশ ভারতের অবস্থান ১৩৬তম।

তালিকায় আফগানিস্তানকে সবচেয়ে অসুখী হিসেবে স্থান দেয়া হয়েছে, তার পরেই রয়েছে লেবানন।

সার্বিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়া সুস্থতার ক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নতি করেছে। শুক্রবার প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস টেবিলের সবচেয়ে বড় পতন লেবানন, ভেনিজুয়েলা এবং আফগানিস্তানে এসেছে।

অর্থনৈতিক মন্দার সম্মুখীন হওয়া লেবানন, জিম্বাবুয়ের ঠিক নিচে ১৪৬টি দেশের সূচকে শেষ থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে।

যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে গত আগস্টে তালেবান আবার ক্ষমতা গ্রহণের পর থেকে তার মানবিক সংকট গভীরতর হয়েছে।

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেইসাথে অর্থনৈতিক এবং সামাজিক তথ্যের উপর ভিত্তি করে শূন্য থেকে ১০ স্কেলে স্কোর মাপা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, সুখের স্কোরের সাথে জিডিপি, সামাজিক সমর্থন, ব্যক্তিগত স্বাধীনতা এবং দুর্নীতির মাত্রা বিবেচনা করা হয়।

সর্বশেষ সংস্করণটি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আগে সম্পন্ন হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ মার্চ, ২০২২)