সাকিবের ফিফটিতে বড় সংগ্রহের আশা টাইগারদের
দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিব আল হাসানের খেলাটাই ছিল সংশয়ে। অথচ সাকিবের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের আশা দেখছে টাইগাররা। অর্ধশতক হাঁকিয়েছেন এই ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ফিফটির দেখা পেয়েছেন ইয়াসির আলী রাব্বিও।
সেঞ্চুরিয়নে স্পোর্টস পার্কে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪৩ ওভার শেষে ৫ উইকেটে ২৪৬ রান।
টাইগারদের হয়ে সাকিব ও ইয়াসির ১৩ ওভার ৩ বলে ১১৫ রানের জুটি গড়ে টাইগারদের বড় সংগ্রহের আশা দেখিয়ে ফিরে গেছেন। অর্ধশতক হাঁকানো সাকিব ৬৪ বলে ৭ চার ও ৩ ছয়ে ৭৭ রান করেন। ইয়াসির ক্যারিয়ারের প্রথম অর্ধশতক ছুঁয়েই মাঠ ছেড়েছেন। মাঠে আছেন মাহমুদউল্লাহ ও আফিফ।
এর আগে সেঞ্চুরিয়ন স্পোর্টস পার্কে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল-লিটন দাস সতর্ক হয়ে খেলতে থাকেন। প্রোটিয়ান পেসাররা মাঠ থেকে অবশ্য দারুণ বাউন্স ও সুইং আদায় করে নেয় শুরুতে। তবে সময় গড়ানোর সঙ্গে ব্যাট হাতে খোলস ছেড়ে বের হয় দুই ওপেনার।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েন তামিম-লিটন। তাদের ওপেনিং জুটিতে আসে ৯৫ রান।
তামিম আন্দিলে ফেহলুকওয়াইয়োর এক নিরীহ বলে এলবির শিকার হয়ে ফিরলে ভাঙে জুটিটি। টাইগার অধিনায়ক ৩ চার ও ১ ছয়ে ৪১ রান করে ফেরেন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে এটি সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০১৭ সালে ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের ৯৩ রানের জুটি ছিল সর্বোচ্চ। তামিম-লিটন ওপেনিংয়েও সর্বোচ্চ রানের জুটি গড়েছেন। এর আগে দেশটিতে খেলা ৯ ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল ৪৬ রানের।
তামিম ফেরার পর ফিফটি স্পর্শ করে ফেরেন লিটনও। ৬৭ বলে ৫ চার ও ১ ছয়ে ৫০ রান করার পর কেশভ মহারাজের বলে বোল্ড হয়ে যান লিটন। এরপর মুশফিক ফেরেন ৯ রান করে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৮ মার্চ, ২০২২)