‘ইউক্রেন ইস্যুর জন্য ন্যাটো দায়ী’
দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটো দায়ী বলে মন্তব্য করেছেন, এসময় তিনি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সমালোচনাও করেছেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার নিন্দা করার আহ্বানে সাড়া দেবেন না।
গত বৃহস্পতিবার (১৭ মার্চ) দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট রামাফোসা বলেন, ‘রাশিয়া সীমান্তের কাছে ন্যাটো জোট সম্প্রসারণের চেষ্টা হলে সেখানে ছোট নয় বরং বর ধরনের অস্থিতিশীলতা তৈরি হবে। ন্যাটো তাদেরই নেতা ও কর্মীদের এমন সতর্কবার্তা আমলে নিলে ইউক্রেনে এই যুদ্ধ এড়ানো যেত।’
তিনি আরো বলেন, ‘এমন কিছু মানুষ আছেন যারা আমাদের চাপ দিয়ে বলছেন, রাশিয়ার বিরুদ্ধে আমাদের বৈরী অবস্থান নেওয়া উচিত। তবে এর পরিবর্তে আমরা বরং এমন অবস্থান নিতে চলেছি যাতে সংলাপ হওয়া উচিত। চিল্লাচিল্লি কিংবা গলাবাজি করে এই সংঘাতের কোনো অবসান ঘটবে না।’
(দ্য রিপোর্ট/আরজেড/১৯ মার্চ, ২০২২)