দিরিপোর্ট২৪ ডেস্ক : থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে আবার দেশে ফেরার সুযোগ করে দিতে পারে এমন একটি সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) বিল প্রত্যাখ্যান করেছে দেশটির সিনেট। খবর বিবিসির।

বিলটির বিরোধিতা করে সোমবার রাজধানী ব্যাংককের রাস্তায় ১০ হাজারের বেশি বিক্ষোভকারী অবস্থান নিয়েছিল।

থাইল্যান্ডের ক্ষমতায় থাকা পিউ থাই পার্টির উত্থাপিত এ প্রস্তাবটিতে থাকসিনকে ক্ষমতা থেকে সরানোর পরে দেশটিতে সৃষ্ট হওয়া রাজনৈতিক অরাজকতার বিষয়টি অন্তর্ভূক্ত ছিল।

বিলটি গৃহীত হলে দেশটিতে ২০০৬ সালের অভ্যূত্থানের আগে ও পারে সংঘটিত সকল অপরাধের জন্য ক্ষমা পেতেন থাকসিন। বর্তমানে যা তাকে দেশের বাইরে থাকতে বাধ্য করছে।

এর আগে থাকসিনের বোন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গত সপ্তাহে বিলটির বিষয়ে সিনেটের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন।

সিনেটের ১৪১ জন ভোটার বিলটির বিরুদ্ধে ভোট দেন। গত এক নভেম্বর বিলটি পার্লামেন্টের নিম্নে কক্ষে সর্বসম্মতিক্রমে আনুমোদন পেয়েছিল। সিনেটের ডেপুটি স্পিকার সুরাচেই লেংবুনলার্টচেই বলেন, ‘এই হাউজ বিলটিকে বিবেচনা করার জন্য প্রত্যাখ্যান করেছে।’

(দিরিপোর্ট২৪/এআইএম/জেএম/নভেম্বর ১২, ২০১৩)