দ্য রিপোর্ট ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলে ১৩৩ জন আরোহী নিয়ে একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়েছে।

সোমবার (২১ মার্চ) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, বোয়িং ৭৩৭ বিধ্বস্তের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। তবে অনেক প্রাণহানির শঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ওই এলাকায় আগুন ধরে গেছে। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে রওনা হয়েছে।

বিবিসি জানিয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি স্থানীয় সময় সোমবার বিকেল সোয়া ৩টায় কুনমিং থেকে যাত্রী নিয়ে গুয়াংজুর উদ্দেশে রওনা হয়েছিল। গুয়াংশির পার্বত্য এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে জঙ্গলে আগুন ধরে যায়।

সূত্র: বিবিসি, সিএনএন

(দ্য রিপোর্ট/আরজেড/২১ মার্চ, ২০২২)