দ্য রিপোর্ট প্রতিবেদক: রাঙামাটির রাজস্থলী এবং বান্দরবানের রাজভিলা সীমান্তবর্তী এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে অন্তত তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়ভাবে তিনজনের মৃতদেহ ওই এলাকায় পড়ে থাকার খবর জানা গেলেও দায়িত্বশীল কোনো সূত্রই ঘটনার সত্যতা নিশ্চিত করছে না। বিভিন্নসূত্র থেকে সংবাদকর্মীদের কাছে ঘটনাস্থলে পড়ে থাকা রক্তাক্ত মরদেহ ও অস্ত্রশস্ত্রের ছবিও এসেছে।

নিহত ৩ জনই মগপার্টির সদস্য ও সমর্থক বলে জানা গেছে।

রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন বলেছেন, ‘বান্দরবান-রাঙামাটি জেলার সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি ও বন্দুকযুদ্ধের একটি সংবাদ আমরা পেয়েছি। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এই এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, তারা না পৌঁছানো পর্যন্ত কিছু বলতে পারছি না।’

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার, ওই এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীদের। তবে তিনি বিস্তারিত জানাননি।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ মার্চ, ২০২২)