শাহ আমানতে ফের সোনা উদ্ধার, আটক ৩
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ৫ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কতৃপক্ষ। এ সময় আটক করা হয়েছে ৩ জনকে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাহিদ নওশাদ জামিল দ্য রিপোটকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০৪৮ ফ্লাইটের ৩ যাত্রীর জুতার ভেতর থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মো. রেজাউদ্দিন রানা, ওসমান গণি ও মো. আইয়ুব। উদ্ধার করা স্বর্ণের মধ্যে রয়েছে ৫৪টি বার। এ সব স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা।
(দ্য রিপোর্ট/কেএইচ/এসবি/আরকে/মার্চ ২৭, ২০১৪)