দ্য রিপোর্ট ডেস্ক: আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টস থেকে ডাক এলেও অনাপত্তিপত্র না পাওয়ায় যেতে পারছেন না তাসকিন আহমেদ। বুধবার সেঞ্চুরিয়নে ম্যাচসেরার পুরস্কারের পাশাপাশি সিরিজসেরাও হয়েছেন এই পেসার। দুটো পুরস্কার জেতা তাসকিনকে অধিনায়ক তামিম ইকবাল অনুপ্রেরণা জুগিয়ে বলেছেন, ‘ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ- এটাই তোর আইপিএল।’

গত কয়েক বছর দুর্দান্ত ক্রিকেট খেলে চলছেন তাসকিন। সময় যত যাচ্ছে হচ্ছেন আরো ধারালো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো করা এই পেসার আইপিএলের দল লখনউ থেকে পুরো মৌসুম খেলার প্রস্তাব পান। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থাকায় তাসকিনকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।

আইপিএলে যেতে না পারার বিষয়টি জেনেই তৃতীয় ওয়ানডেতে নেমেছিলেন তিনি। সেঞ্চুরিয়নে নেমেই জাদু দেখালেন। বিদেশির মাটিতে প্রথমবার ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ ও সিরিজসেরা।

দুর্দান্ত পারফর্ম করা এই পেসারের আইপিএল প্রসঙ্গে এসেই গিয়েছিল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। সেখানে তামিম বলেছেন, ‘দেশের হয়ে খেলার চেয়ে অনুপ্রেরণার আর কিছু হতে পারে না। আমি জানি তাসকিন একটা দারুণ সুযোগ পেয়েছিল আইপিএল থেকে। ও তরুণ, আসলে কঠিন (আইপিএল উপেক্ষা করা)।’

এদিকে পুরস্কার নিতে এসে তাসকিন বলেছেন, ‘খুবই খুশি ও গর্বিত। এই প্রথম আমি সিরিজসেরার পুরস্কার পেলাম। গত দেড় বছর ধরে আমি একই প্রক্রিয়া অনুসরণ করছি। প্রত্যেক ম্যাচেই আমার অধিনায়ক আমাকে সমর্থন করেছেন। আমার কাজ বুঝিয়ে দিয়েছেন। পরিষ্কারভাবে বলে দিয়েছেন ফাস্ট ও আক্রমণাত্মক থেকে উইকেট তুলে নিতে। এখানে আমি বোলিংটা বেশ উপভোগ করেছি। আমাকে এখনও শিখতে হবে যে ফ্ল্যাট উইকেটে কীভাবে ৫ উইকেট নেওয়া যায়।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ মার্চ, ২০২২)