হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা
দ্য রিপোর্ট ডেস্ক: ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় রাশিয়ার সঙ্গে নাম জড়িয়ে ষড়যন্ত্রের অভিযোগে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার ফ্লোরিডার ফেডারেল আদালতে হিলারিসহ ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন তিনি।
তাদের মধ্যে এফবিআইয়ের সাবেক পরিচালকসহ সংস্থাটির আরও কয়েকজন সদস্য ও ব্রিটিশ এক গোয়েন্দাও রয়েছেন। মামলায় বলা হয়, বিভিন্ন মিথ্যা তথ্যের মাধ্যমে প্রচারণা চালিয়ে অভিযুক্তরা জনগণের আস্থা বিনষ্ট করার চেষ্টা করেছেন। আর এসবের উদ্দেশ্য ছিল ট্রাম্পের মানহানি করা। মামলায় ক্ষতিপূরণের জন্য ২৪ মিলিয়ন ডলারের বেশি অর্থেরও দাবি করা হয়।
ট্রাম্পের অভিযোগ, রাশিয়ার সঙ্গে মিলে অভিযুক্তরা ওই নির্বাচনে জালিয়াতির চেষ্টা করেছে।
চার বছর প্রেসিডেন্ট থাকার সময়ে ডোনাল্ড ট্রাম্প বারবার যেসব অভিযোগ তুলেছেন সেই সব অভিযোগই মামলায় আনা হয়েছে। ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পরও ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প। তবে তার এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা ১০৮ পাতার অভিযোগ দায়ের করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়, ‘সংঘবদ্ধভাবে কাজ করে আসামিরা অন্যায়ভাবে ষড়যন্ত্র করে মিথ্যা বর্ণনা ছড়ায় যে, রিপাবলিকান বিরোধী প্রার্থী ডোনাল্ড জে ট্রাম্প একটি শত্রু বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করেছে।’
তবে এই মামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি হিলারি ক্লিন্টনের প্রতিনিধি।
মামলায় ক্ষতিপূরণ এবং শাস্তিমূলক খেসারতের দাবি করা হয়েছে। জালিয়াতির মামলায় বিশেষজ্ঞ আইনজীবী জেফ গ্রেল বলেন, জালিয়াতির দাবি প্রতিষ্ঠা করতে ট্রাম্পকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের অভিযোগ ওঠে। ২০২০ সালে মার্কিন সিনেট কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান রাজনৈতিক কর্মী পল মানাফোর্ট এবং উইকিলিকস ব্যবহার করে রাশিয়া ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে জয়ী করার চেষ্টা করেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৫ মার্চ, ২০২২)