আবার পতন শেয়ারবাজারে
দ্য রিপোর্ট প্রতিবেদক: আগের কার্যদিবস বড় উত্থান হলেও বুধবার (২৩ মার্চ) আবার পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে অধিকাংশ সিকিউরিটিজের দরও কমেছে। কমেছে টাকার পরিমাণে লেনদেনও।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.২৬ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫০.০৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.১৪ পয়েন্ট বা ০.২৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.৬১ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৫৬.৪২ পয়েন্টে এবং দুই হাজার ৪৬৯.৪৩ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৬৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ৯৪ কোটি ৪০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৫৭ কোটি ৬০ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির বা ২০.১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৬৩টির বা ৬৯.৫৮ শতাংশের এবং ৩৯টি বা ১০.৩২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১.৫৫ পয়েন্ট বা ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮০২.২২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। আজ সিএসইতে ৫৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৫ মার্চ, ২০২২)