দ্য রিপোর্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৫তম আসর শুরু হচ্ছে শনিবার থেকে। প্রতিবারের মতো এবারও দারুণ এক টুর্নামেন্টের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে দলের সংখ্যা বেড়ে ১০টি হওয়ায় মাঠের খেলা আরও জমবে বলে আশাবাদী সবাই।

শনিবার রাত ৮টায় চেন্নাই-কলকাতার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। আইপিএলের সব ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস-১।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও চিন্তিত কলকাতা শিবির। একে তো দেশের হয়ে খেলার জন্য প্রথম পাঁচ ম্যাচে নেই প্যাট কামিন্স। তার ওপর প্রথম ম্যাচে পাওয়া যাবে না টিম সাউদিকেও।

দেরি করে আসার জন্য এখন কোয়ারান্টিনে রয়েছেন সাউদি। ভালো করে অনুশীলন করতে পারেননি। ফলে প্রথম ম্যাচে ভারতীয় বোলাররাই ভরসা কেকেআরের।

গত বার চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএল ফাইনালে হেরেছিল কেকেআর। এবারও প্রথম ম্যাচে সামনে তারাই।

এদিকে হঠাৎই চেন্নাইর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মহেন্দ্র সিংহ ধোনি। তার জায়গায় দলের অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। এ নিয়ে নিয়ে মুখ খুলেছেন দলটির কিছু সিনিয়র সদস্য।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ মার্চ, ২০২২)