দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর সদরঘাটে ৫ নম্বর পল্টুনে আটকে থাকা যাত্রীবাহী অ্যাডভেঞ্চার-৯ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে রবিবার (২৭ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে এ আগুন লাগার খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কেও প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ মার্চ, ২০২২)