হরতালের মধ্যেই রাজধানীতে যানজট
দ্য রিপোর্ট প্রতিবেদক: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার দেশব্যাপী হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। এদিকে হরতালের মধ্যেই রাজধানীতে যানজট।
সোমবার (২৮ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচক্করে এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই অফিসগামী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাসুম হাসান এই প্রতিবেদককে বলেন, হরতালটা যুক্তি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দাম নিয়ন্ত্রণে দাবিতে হরতাল ডেকেছে বাম দল। কিন্তু আমাদের অফিস যেতে হবে আমরা চাকরিজীবী মানুষ। মধ্যবিত্ত মানুষ আছে মহা ঝামেলা না পারি বলতে না পারি সইতে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রী লিমা আক্তার বলেন, আমি কলেজ যাওয়ার জন্য অপেক্ষা করছি মিরপুর ১০ নম্বর গোলচত্বরে। শুনেছি আজকে নাকি হরতাল। ২০ মিনিট যাবত বাসের জন্য অপেক্ষা করছি আমার কলেজে যাওয়ার বাস পাচ্ছিনা। আর কিছুক্ষণ অপেক্ষা করবো বাঁশ না দিলে বাসায় চলে যাবো।
(দ্য রিপোর্ট/আরজেড/২৮ মার্চ, ২০২২)