দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)  সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ মার্চ) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সাথে বেড়েছে লেনদেন। দিনের শুরুতে ৬৭৪১ পয়েন্টে লেনদেন শুরু হয়ে বেলা ১১টায় পয়েন্ট ৬৭৭১ পয়েন্টে উঠে। পরবর্তীতে আধা ঘণ্টার মাথায় ৬৭৪৯ পয়েন্টে নেমে আসে ডিএসই প্রদান সূচক। এরপরে কয়েকদফায় সূচকের উত্থান পতন চললে আগের দিনের চেয়ে ১৬.৬১ পয়েন্ট বেড়ে দিন শেষ হয়।
 
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৭৫৮.১৬ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৭.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৫.৪৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪৬৮.০৫ পয়েন্টে।
সোমবার (২৮ মার্চ) ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত আছে ৫০টির। এদিন ডিএসইতে ৯২৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৯৪ কোটি টাকা বেশি।
এদিন দাম বৃদ্ধির শীর্ষের ১০ টি কোম্পানি হলো বেক্সিমকো, লাফার্জহোলসিম বাংলাদেশ, ফরচুন,জেনেক্স ইনফোসিস লিমিটেড, বিডিকম,অরিয়নফার্মা,বাংলাদেশ লাম্পস লিমিটেড,আমরা টেকনোলজিস লিমিটেড, সোনালীপেপার,দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
(দ্য রিপোর্ট/ টিআইএম/২৮-০৩-২০২২)