কনসার্ট : মিরপুরে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে আজ
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মিরপুরের কিছু এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
ডিএমপি জানায়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেওয়ার কথা রয়েছে।
ডিএমপি বলছে, অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং; টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং ও ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।
বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ এ আর রহমান গাইবেন এই কনসার্টে। এ ছাড়া দেশবরেণ্য কন্ঠশিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস স্থানীয় শিল্পী হিসেবে এ কনসার্টে সংগীত পরিবেশন করবে।
কনসার্ট দেখতে তিন ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে। এর মধ্যে স্টেজের সামনে মাঠের ভেতরে ‘প্লাটিনাম’ ক্যাটাগরির টিকিটের মূল্য ১০ হাজার টাকা। মাঠের ভেতরে ‘গোল্ড’ ক্যাটাগরির টিকিট এর দাম ৫ হাজার টাকা।
এ ছাড়া ক্লাব হাউজের ব্রোঞ্জ ক্যাটাগরির প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা করে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ টিকিট মিলবে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৯ মার্চ, ২০২২)