ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ গেল যুবককের
দ্য রিপোর্ট প্রতিবেদক: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ হারাতে হলো রাফি ভূঁইয়ার (১৯)। গতকাল সোমবার ছুরিকাঘাতে মৃত্যু হয় তাঁর। রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘটে এ ঘটনা।
নিহত রাফি ওই এলাকার নিয়ামুল ভূঁইয়ার ছেলে।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, স্থানীয় যুবক প্রদীপ (২০), রাফি (২১) ও শিমুল (২০) একটি মেয়েকে প্রায়ই উত্যক্ত করত। সোমবার সন্ধ্যায় রাফি ভূঁইয়া ইভটিজিংয়ের প্রতিবাদ করে। এ নিয়ে ওই তিনজনের সঙ্গে রাফির কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে রাফিকে ছুরিকাঘাত করে প্রদীপ। উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/আরজেড/২৯ মার্চ, ২০২২)