দ্য রিপোর্ট প্রতিবেদক: রমজান মাসে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রমযান মাসে  সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে শেয়ার বাজারে লেনদেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মো. রায়হান কবির স্বাক্ষরিত একটি চিঠি বুধবার (৩০ মার্চ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ মার্চ, ২০২২)