দ্য রিপোর্ট ডেস্ক: ডারবানের প্রথম টেস্টে টস জিতেছে বাংলাদেশ। টস জিতেও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ফিরলেও একাদশে নেই তামিম ইকবাল!

আজ (বৃহস্পতিবার) ডারবানে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জেতায় স্বাগতিকদের বিপক্ষে টেস্টেও আত্মবিশ্বাসী মুমিনুলরা।

এবারের আগে ২০০২, ২০০৮ ও ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। তিন সফরের ছয় টেস্টের পাঁচটিতেই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। অন্যটিতে হার ৩৩৩ রানের ব্যবধানে। সাদা পোশাকে অন্য বড় দলগুলোর বিপক্ষে কিছুটা লড়াই করলেও প্রোটিয়াদের বিপক্ষে বারবারই আত্মসমর্পণ করতে হয়েছে বাংলাদেশকে।

তবে এবারের দৃশ্যপট ভিন্ন। গত জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে জয় পায়। নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশের ক্রিকেটারদের মনে বিশ্বাস জন্মেছে যে, বিরুদ্ধ কন্ডিশনেও জিততে পারেন তারা। এরই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ নিজেদের পকেটে পুড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। প্রথম টেস্টে নামার আগে মুমিনুলরা বিশ্বাস করছে, তারা দক্ষিণ আফ্রিকার চেয়ে অভিজ্ঞ দল। তাই তো সাফল্য তুলে নিতে মরিয়া বাংলাদেশ টেস্টের সব সেশন নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে চায়।

বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কেগান পিটারসেন, তেম্বা বাভুমা, রায়ান রিকলেটন, কাইল ভেরিয়েনে (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, সিমন হারমার, লিজাড উইলিয়ামস ও ডুয়ান ওলিভিয়ের।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ মার্চ, ২০২২)