রোজায় আর্থিক প্রতিষ্ঠান চলবে বিকেল ৪টা পর্যন্ত
দ্য রিপোর্ট প্রতিবেদক: রোজা শুরু হবে আগামী সপ্তাহে। রমজান মাসে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সে অনুযায়ী রোজায় আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানে রমজান মাসে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। রমজান শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলো আবার আগের সময়সূচিতে ফিরে যাবে বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/৩১ মার্চ, ২০২২)