দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। গত সপ্তাহের ৫ কার্যদিবসে বাজারের পিই রেশিও প্রায় দুই শতাংশ কমে ১৫ দশমিক ৬৩ এ অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পিই রেশিও হচ্ছে পুঁজিবাজার বিনিয়োগের জন্য কতটা নিরাপদ বা ঝুঁকিপূর্ণ তার একটা সম্ভাব্য ইন্ডিকেশন। পিই রেশিও যত কম হবে বাজার সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য ততটাই নিরাপদ বলে ধরা হয়। এরমধ্যে পিই রেশিও’র মাত্রা ৪০ পর্যন্ত বিনিয়োগের জন্য নিরাপদ বলে ধরা হয়। মাত্রা ৪০ পয়েন্ট অতিক্রম করলেই বাজার বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়।

তথ্যানুযায়ী, গত সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর সময় ২৭ মার্চ রোববার ডিএসইর পিই রেশিও ছিল ১৫.৯৪ পয়েন্টে। আর শেষ কার্যদিবস ৩১ মার্চ বৃহস্পতিবারের লেনদেন শেষে পিই রেশিও ১৫.৬৩ পয়েন্টে অবস্থান করছে। ৫ কার্যদিবসের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৩১ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ। অথ্যাৎ বাজার বিনিয়োগের জন্য আরো নিরাপদের দিকে ঝুঁকলো।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ এপ্রিল, ২০২২)